শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

ভালো না বেসেও কি ভালবাসা যায়?


তোমাকে নিয়ে দুলাইন লেখার
অনুমতিও তুমি দাও নি কখনো,
ভালবাসা তো সেই অনেক দূর
ভালো লাগারও তো ছাড়পত্র নেই
দেখাও হয় না, কথাও হয় না, তবু
একটা টান অনুভব করি একটানা – সারাদিন
প্রশ্ন করি, এভাবেও কি ভালোবাসা যায়?

রাতে ঘুম আসে যখন
তখন ঘরে থাকে মৃত নিস্তব্ধতা,
ঠান্ডায় কাঁপে পাঁজর থরথর
ভেজা বিছানায় মনে হয় শীত পড়েছে খুব
মোবাইলটা দূরে চার্জে বসিয়ে চোখ বুজি
দুহাতে কি কাউকে খুঁজি? তখন?
প্রশ্ন, কাছে না পেলেও কি ভালবাসা যায়?

তুমি হয়তো আমার প্রেমিকা নও
নই আমি তোমার প্রেমের যোগ্য, তাও মানলাম
তবে কিছু তো আছে যা বেনামী,
সমাজের ঠুনকো সাজে তার আকার নেই কোনো
সেই ভিড়ে তোমার আড়চোখে আমাকে দেখা,
নাচের তালে তালে, অন্তরালে, মুখে হাসি,
চোখে প্রশ্ন, কি, সত্যিই কি ভালবাসা যায়?

না, তুমি কোনো ইঙ্গিত আমায় দাও নি
না, তুমি অংশগ্রহণও করোনি কখনো
আমার একতরফা উন্মত্ততায়
তোমায় তো দোষ দিচ্ছি না, প্রিয়
এ কেবলই আমার বানানো
কোনো মিথ্যে অকপট নাট্যমঞ্চ
নাই বা সাজলে তুমি আমার সাজে
নাই বা গাইলে কোনো গান
নাই বা সঙ্গ দিলে আমার যুগলবন্দীতে
তুমি নাই বা মানলে এর অস্তিত্ব

তবু কিছু তো আছে যা ভোলাবার নয়,
ছোট্ট একটি তুষারকণা, বা শিশির বিন্দু?
একটু হাতে হাত লেগে যাওয়া
চোখে চোখ পড়ে যাওয়া
কোনো অছিলায় কখনো বা একটু কাধে হাত?
সেটাই কি কোনো কম পাওয়া, বলো?

তোমার চুলের গন্ধ হয়তো আমার জানা নাই
জানা নাই তোমার গালের কোমলতা,
কোনদিন ছুঁয়ে দেখা হয়ে ওঠেনি তো, তাই
তবু তোমার উপস্থিতি আছে আমার চারিপাশে
প্রতিপদে, প্রতি শ্বাসে
তোমার ডাগর চোখের সেই কাজলের টানে
বাঁধা রয়ে গেছে স্মৃতিময় সেই দিনরাত
ভাবি, শুধু ভেবে ভেবেই কি ভালোবাসা যায়?

না, আসলে তো তুমি অন্য কেউ,
ঠিক আমার ভালবাসার পাত্রী তুমি নও
তোমাকে হয়তো কখনো বলতেই পারব না
এত কিছু, এত আবেগ, এত প্রেম
কিছুই প্রকাশ করা সম্ভব হবে নাকো
তবে যদি কোনদিন ভাবো বসে
আপ্লূত হয়ে কখনো বা নিরালায়
আজি হতে কিছু দিন বা বর্ষ পরে?
জেনো, ভালো না বেসেও ঠিক ভালবাসা যায়


শনিবার, 28 ডিসেম্বর 2019

বাংলা ভাষা

বাংলা শুনলেই আমার জ্বর আসতো। এখোনো একটা ভয় রয়েই গেছে। তবুও এই বাংলা ভাষাই আমার প্রিয়। কত কবিতা, কত গান, কত গল্প লিখেছি আমি বাংলায়। সেই পুরাতন দিন, যখন পাতার পর পাতা চিঠি লিখতাম আমার প্রিয়তমাকে, কবিতা লিখে পাঠাতাম বাংলায়। এবার আবার সুযোগ পেয়েছি বাংলায় লেখার। এ সুযোগ আমি ছাড়ব না।

আমার বাড়ি

আমার বাড়ি আগরতলায়, ত্রিপুরার রাজধানী। ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তের ছোট্ট রাজ্য, ত্রিপুরা। জাতি উপজাতি মিলে মিশে থাকি আমরা। আমার বাড়ি ওখানে। ছোট্ট আমাদের শহর, আগরতলা। খুব সুন্দর জায়গা। আমার সবচাইতে প্রিয় শহর। তোমরা এসো - দেখে যেয়ো আমার বাড়ি।

ব্লগ সম্বন্ধীয়

এটা আমার প্রথম বাংলা ব্লগ। ব্লগ তো আমি অনেক লিখি, তবে বাংলায় এই প্রথম প্রচেস্টা। খুব ইচ্ছে ছিল বাংলায় লেখার। অনেক সফট্যার ঘাটা ঘাটি করে পেলাম এই উৎকৃসষ্ট অভ্র কিবোর্ড। এবার আমিও লিখব – বাংলা ভাষায়। মন খুলে, প্রাণ খুলে লিখব। আশা করি তোমরা পড়বে এবং উৎসাহ দেবে। ধন্যবাদ।

আমার কথা

আমার নাম তন্ময়।
আমি ভালবাসি লিখতে – কবিতা, গান, গল্প।
আর ভালবাসি নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্য করতে।
জীবনকে ভালবাসি, এবং হাসিমুখে অভিনন্দন জানাই জীবনের প্রতিটি মোড়কে।
সব কাজ ভিন্ন ভাবে করতে চাই – কিন্তু বিভিন্ন কাজ করেই দিন যাপন করি।
ব্লগ লেখা শুরু ক’বছর আগে, তবে বাংলা ব্লগ এই প্রথম। আমার ভালো লাগে ব্লগ লিখতে। এখানে আমি একা হলেও, আমি প্রাণ খুলে লিখতে পারি। মনের কথা গোপন রাখার কোনো দরকার হয় না। নিজেকে উজাড় করে লিখতে পারি। এটা ছাড়াও আমার আর কয়েকটা ব্লগ আছে, যাদের লিঙ্ক দেওয়া আছে এখানে।
আমার লেখা পড়ে, যদি তোমার ভালো লাগে, তো খুশি হবো। মন্তব্য করতে ভুলো না যেন!

এই যে। কই চল্লেন? এদিকে আসুন।

আমার দুটো কথাঃ

ভালবাসলে যখন তুমি আমাকে, তবে কেন বলো দূরে সরে থাক
আজকের এই জোছনা ভরা রাত, আর জীবনে ফিরে আসবে নাকো।

  © Blogger template 'Personal Blog' by Ourblogtemplates.com 2008

একদম ওপরে চলুন।