সোমবার, ৩০ মে, ২০১৬

ডাকি কি না ডাকি

বসে আছি দ্বারে আসি
          দুনয়নে জলরাসি
ডাকি কি না ডাকি ভাবি
          বাহিরে তোমায়,
তুমি আছো তব সুখে
          আমি ব্যথা লয়ে বুকে
বসাবো কোথা আনি
          হৃদয়ে তোমায়?
আঁধার হয়ে এলো
          কিছু দূরে দেখি আলো
যাবো কি না যাবো ভাবি
          ভুলায়ে তোমায়,
আজও পাখি গান গায়
          অলি আসি খুঁজে যায়
মন বলে ফিরায়ে আনি
          কুলায়ে তোমায়...

শনিবার, ৭ মে, ২০১৬

তুমি আমার

তোমারে রাখিব যতনে ধরিয়া
যেতে নাহি দিব আর
তোমারে সঁপেছি এ' জীবন ওগো
কেবলই তুমি আমার
রহিবে তুমি আমার...
রহিবে তুমি আমার চলায়
ফুলমালা সম আমার গলায়
সখি হয়ে চিরকাল
বিজনে নগরে, ভুধরে সাগরে
সাথী হয়ে চিরকাল...
জীবন তরি আজি
ডুবিয়া যায় বুঝি
জোয়ারে জল মাতাল,
অগাধ সুখ ছলে, যায় রসাতলে
আসি ধর তুমি হাল...
একবার যবে আসিয়াছো প্রিয়
কর এ' অঙ্গীকার
নিভৃতে স্বপনে, কভু আনমনে
রহিবে তুমি আমার,
কেবলই তুমি আমার...

বাংলা ভাষা

বাংলা শুনলেই আমার জ্বর আসতো। এখোনো একটা ভয় রয়েই গেছে। তবুও এই বাংলা ভাষাই আমার প্রিয়। কত কবিতা, কত গান, কত গল্প লিখেছি আমি বাংলায়। সেই পুরাতন দিন, যখন পাতার পর পাতা চিঠি লিখতাম আমার প্রিয়তমাকে, কবিতা লিখে পাঠাতাম বাংলায়। এবার আবার সুযোগ পেয়েছি বাংলায় লেখার। এ সুযোগ আমি ছাড়ব না।

আমার বাড়ি

আমার বাড়ি আগরতলায়, ত্রিপুরার রাজধানী। ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তের ছোট্ট রাজ্য, ত্রিপুরা। জাতি উপজাতি মিলে মিশে থাকি আমরা। আমার বাড়ি ওখানে। ছোট্ট আমাদের শহর, আগরতলা। খুব সুন্দর জায়গা। আমার সবচাইতে প্রিয় শহর। তোমরা এসো - দেখে যেয়ো আমার বাড়ি।

ব্লগ সম্বন্ধীয়

এটা আমার প্রথম বাংলা ব্লগ। ব্লগ তো আমি অনেক লিখি, তবে বাংলায় এই প্রথম প্রচেস্টা। খুব ইচ্ছে ছিল বাংলায় লেখার। অনেক সফট্যার ঘাটা ঘাটি করে পেলাম এই উৎকৃসষ্ট অভ্র কিবোর্ড। এবার আমিও লিখব – বাংলা ভাষায়। মন খুলে, প্রাণ খুলে লিখব। আশা করি তোমরা পড়বে এবং উৎসাহ দেবে। ধন্যবাদ।

আমার কথা

আমার নাম তন্ময়।
আমি ভালবাসি লিখতে – কবিতা, গান, গল্প।
আর ভালবাসি নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্য করতে।
জীবনকে ভালবাসি, এবং হাসিমুখে অভিনন্দন জানাই জীবনের প্রতিটি মোড়কে।
সব কাজ ভিন্ন ভাবে করতে চাই – কিন্তু বিভিন্ন কাজ করেই দিন যাপন করি।
ব্লগ লেখা শুরু ক’বছর আগে, তবে বাংলা ব্লগ এই প্রথম। আমার ভালো লাগে ব্লগ লিখতে। এখানে আমি একা হলেও, আমি প্রাণ খুলে লিখতে পারি। মনের কথা গোপন রাখার কোনো দরকার হয় না। নিজেকে উজাড় করে লিখতে পারি। এটা ছাড়াও আমার আর কয়েকটা ব্লগ আছে, যাদের লিঙ্ক দেওয়া আছে এখানে।
আমার লেখা পড়ে, যদি তোমার ভালো লাগে, তো খুশি হবো। মন্তব্য করতে ভুলো না যেন!

এই যে। কই চল্লেন? এদিকে আসুন।

আমার দুটো কথাঃ

ভালবাসলে যখন তুমি আমাকে, তবে কেন বলো দূরে সরে থাক
আজকের এই জোছনা ভরা রাত, আর জীবনে ফিরে আসবে নাকো।

  © Blogger template 'Personal Blog' by Ourblogtemplates.com 2008

একদম ওপরে চলুন।