শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

স্বপ্নই হয়ে থাক

আমি,
ভাবছি তোমাকে বলি কি না বলি
ব্যথিত প্রাণের ব্যথা
কারনে কারনে যা রয়েছে অবলা
মনের গোপন কথা

আজ,
প্রাণের গভীরে, ধুকে ধুকে মরে
হাজার স্বপ্ন আমার
ভাবছি তুমি কি বুঝবে এসবই
নেবে কি গো দায়ভার

ভাবি,
তোমার মনে কি বইছে তুফান
আমার মনের মতো
শুনতে কি তুমি পেরেছো মোর
চোখে কথা ছিল যতো

তবু,
মনে মনে ভয়, তাই যদি হয়
তোমারও উড়েছে ঘুম
সবার গোচরে মোর হাত ধরে
বিপথে চলার ধুম

হায়,
তাহলেই সব জ্বলে পুড়ে ছাই
হয়ে যাবে ছারখার
ভেঙে যাবে দুই চোখের নিমেষে
আদরের সংসার

জানি,
এ জগতে হায়, মন যাই চায়
তা করার আদেশ নাই
মনের বাসনা মনের আবেগ
মনে রয়ে গেল তাই

আমি,
চললাম ফিরে, যে পথে এসেছি
মন নিরুদ্দেশেই যাক
রঙিন স্বপ্ন মলিন হয়ে
শুধু স্বপ্নই হয়ে থাক

~ Tan, October 25, 2015 Bangalore

সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

রুবি রায়, বলে কেউ নেই...

বাল্যকালের প্রেম অভিশপ্ত
বড় হয়ে দেখি আমি সেই
ছোটবেলা ভেবেছি যা অভিকর্ষ
শেষ হয়ে গেছে টান, ছোটবেলাতেই
রুবি রায়, বলে কেউ নেই
রুবি রায়, বলে কেউ নেই... কেউ নেই...

ভালো থাকা, ভালো লাগা
ভালোবাসা - সবশেষ
সুখ দুখে গড়া নীর
এক ঝড়ে নিঃশেষ ,
হাজার কাজের ভিড়ে হারিয়েছে সেই প্রেম
হাজার কষ্টে তাকে কাছে পেয়েছি যেই,
রুবি রায়, বলে কেউ নেই
রুবি রায়, বলে কেউ নেই... কেউ নেই...

বাড়ি ঘর সব ছেড়ে
পথে পথে ঘুরেছি
সুখের নেশায় কতো
সুখ চুরি করেছি,
আলেয়ার পিছু করে আজ মৃতপ্রায় আমি
জীবনের অবসান এই চোরাবালিতেই,
রুবি রায়, বলে কেউ নেই
রুবি রায়, বলে কেউ নেই... ছিলো না...

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

মা

মা, ওগো মা, মাগো, ওগো মা

(কেন) এতদূরে দিয়েছো ঠেলে,
গিয়েছো কি আমায় ভুলে?
ওগো মা, মাগো, ওগো মা

এতদূরে দিয়েছো ঠেলে,
গিয়েছো কি আমায় ভুলে?
এমন কি সুখ তুমি পেয়েছো
বলো কেন একা ছেড়ে দিলে?
ওগো মা, মাগো, ওগো মা

(আমি) এখনও একা জেগে রই
কাছে আজ নেই কোনো সই,
ওগো মা, মাগো, ওগো মা

এখনও একা জেগে রই
কাছে আজ নেই কোনো সই,
বিশ্ব নিখিলে যেন আর
নেই কথা নেই হইচই
ওগো মা, মাগো, ওগো মা

(তোমার) দিন গিয়ে যবে আসে রাতি
ঘরে আজও জ্বলে কি বাতি?
ওগো মা, মাগো, ওগো মা

দিন গিয়ে যবে আসে রাতি
ঘরে আজ জ্বলে কি বাতি?
অফিস ফেরার পথে আজও
দেখো কি পাঁচ-মাথা হাতী?
ওগো মা, মাগো, ওগো মা...

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

জনসমুদ্র

রাস্তায় দেখি আমি
কত লোক নামী দামী
আরও দেখি আছে কিছু
(যারা) ছুটছে পিছু পিছু
শহরেতে ধনিকের ভিড়
(হোলো) রাষ্ট্র ভেঙ্গে চৌচির
মিছিলেতে একই স্লোগান
গাও নবজীবনের গান...
জনসমুদ্র চোখে
অবাক করে আমাকে

রাজা, তবু বণিক মাথা
দেশ জুড়ে অরাজকতা
টাকা ঢাললেই হবে পাশ
নম্বর ওয়ান স্টেটাস
শুধু স্বপ্ন দেখে যাও
খেতে পাও বা না পাও
ধর্মের তরে বলিদান
সোজা স্বর্গের সোপান...
জনসমুদ্র চোখে
অবাক করে আমাকে

জনসমুদ্র চোখে
কেউ চেনে না আমাকে
জনসমুদ্র চোখে
কাঁদে অচেনার শোকে
জনসমুদ্র চোখে
সাড়া দেয় কালের ডাকে
জনসমুদ্র চোখে
শুনতে কি পাও আমাকে?
জনসমুদ্র চোখে
কি যে বলছি কাকে!

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

হলুদ

হলুদ... তুই কাছে এসে যাস না দূরে
হলুদ পাখী হয়ে যাস না উড়ে...

স্বপনেতে আয় না ভেসে
কাছে বোস ভালোবেসে
আয় সবশেষের শেষে
হলুদ... তুই মনে থাক এ’মন জুড়ে

চোখে তোরে পাই না খুঁজে
কাছে পাই দু’চোখ বুজে
মিশে রয়েছিস সবুজে
হলুদ... তুই থাকিস সে কোন সুদূরে

হলুদ... তুই কাছে এসে যাস না দূরে
পাখী হয়ে যাস না উড়ে
মনে থাক এ’মন জুড়ে
কেন থাকিস সে কোন সুদূরে
কেন থাকিস সে কোন সুদূরে
কেন থাকিস ... তুই ... ওই সুদূরে?

বুধবার, ১২ আগস্ট, ২০১৫

নীল

তোমার মুখে ঝরলো কদিন অলীক শুধারাশি
তোমার কথায় কাঁদলো মেঘ, হাঁসলো আকাশ
তোমার হাত ধরে চললো কিছুদূর
তবু তুমি চলে গেলে, আকাশের রঙ নিয়ে সবটুকু
যখন বললো আকাশ, ভালোবাসি।

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫

সে যে এসেছিলো

সে যে এসেছিলো, পারিনি তা জানতে...

হোক তা সময় হারিয়ে
সমাজের চৌকাঠ পেরিয়ে,
তবু তো সে এসেছিলো
দাড়িয়েছিলো হাত বাড়িয়ে|

চোখে তার ভালোবাসা ছিলো
মনে তার কিছু আশা ছিলো,
নরম আঙ্গুলে ছিলো ব্যথা
তাই ফাঁকে ধোঁয়া ধরা ছিলো|

টান তো ছিলো, তবু চাইনি টানতে
সে চেয়েছিলো পারিনি যা মানতে,
তারই স্বপ্নে ছিলাম মত্ত এতই
সে এসেছিলো পারিনি তা জানতে|

সে যে এসেছিলো, পারিনি তা জানতে...

বুধবার, ১৮ মার্চ, ২০১৫

ভালো না বেসে

দূর থেকে দ্যাখে, কাছে নাহি আসে
তার সুগন্ধ বাতাসেই ভাসে
কথায় তার শুধু হাতছানি
মনে প্রেম নেই, তাও আমি জানি
তবু সারাক্ষণ, কেন শুধু মন
তারই আশে পথ চায়?
বলে হেসে ও, ‘ভালো না বেসেও
তবু ভালোবাসা যায়...’

চোখে তার জল, ব্যথা নাকি ছল
ভাবের প্রবাহে বহে কলকল,
কিজানি আমারে, তুলবে কি ঘরে
বলবেকি, ‘প্রাণ দিলাম তোমারে,’
সবার অলক্ষ্যে, সিক্ত চক্ষে
পাশে সে এসে দাঁড়ায়,
বলে ভেবে ও, ‘ভালো না বেসেও
তবু ভালোবাসা যায়...’

হাঁটি হাত ধরে, বিজনে নগরে
সূর্য নামলে, ফিরে আসি ঘরে,
রাতে নাই ঘুম, একলা নিঝুম
হাতরাই তার চুলে কুমকুম
ঘুম তার ভাঙ্গে আলতো কলহে,
দুচোখ মেলে তাকায়,
বলে কেঁদে ও, ‘ভালো না বেসেও
তবু ভালোবাসা যায়...’

শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫

আমি চাই না তোমারে...

তুমি চাইছো আমায় হয়তো
আমি চাই না তোমারে
কোনো গানে, অভিমানে
আমি চাই না তোমারে...

আমি পারবনা হয়ে থাকতে
তোমার স্মৃতির মূকুল
আমি চাই না দুক্ষে
তোমার ভাসাই দু’কূল |
হাটবো না চাঁদের আলোয়
তোমার হাত নিয়ে হাতে
আমি চাই না সাথী হতে
তোমার মনখারাপের রাতে ||

ইচ্ছে নেই তোমার কোনো
কবিতায় নায়ক হবার
অথবা তোমার স্বপ্নের
হতে সাধনা দুর্নিবার |
ভালবাসবোনা আমি তোমাকে
শুধু তুমি বলছো বলে
মাঝরাস্তায় তুমি একা,
আমি হটাতই যাবো চলে ||

আমি বাঁচবো না ফুল হয়ে
তোমার হৃদয় মাঝারে
তুমি চাইছো আমায় হয়তো
আমি চাই না তোমারে...

মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

নিষ্ঠুর অহংকারী...


দূরের তারা তুই, ভীষণ বেয়াড়া তুই
তোর সাথেই উড়ু মন দিতে চায় পাড়ি
তোর সবুজ আকাশ, অট্টালিকায় বাস
সবকিছুতেই যেন কিছু বাড়াবাড়ি
মনে নেই অবশেষ, প্রেমের কোনো লেশ
তুই শুধু নিজেতেই রয়েছিস obsessed
নিষ্ঠুর অহংকারী...

বাংলা ভাষা

বাংলা শুনলেই আমার জ্বর আসতো। এখোনো একটা ভয় রয়েই গেছে। তবুও এই বাংলা ভাষাই আমার প্রিয়। কত কবিতা, কত গান, কত গল্প লিখেছি আমি বাংলায়। সেই পুরাতন দিন, যখন পাতার পর পাতা চিঠি লিখতাম আমার প্রিয়তমাকে, কবিতা লিখে পাঠাতাম বাংলায়। এবার আবার সুযোগ পেয়েছি বাংলায় লেখার। এ সুযোগ আমি ছাড়ব না।

আমার বাড়ি

আমার বাড়ি আগরতলায়, ত্রিপুরার রাজধানী। ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তের ছোট্ট রাজ্য, ত্রিপুরা। জাতি উপজাতি মিলে মিশে থাকি আমরা। আমার বাড়ি ওখানে। ছোট্ট আমাদের শহর, আগরতলা। খুব সুন্দর জায়গা। আমার সবচাইতে প্রিয় শহর। তোমরা এসো - দেখে যেয়ো আমার বাড়ি।

ব্লগ সম্বন্ধীয়

এটা আমার প্রথম বাংলা ব্লগ। ব্লগ তো আমি অনেক লিখি, তবে বাংলায় এই প্রথম প্রচেস্টা। খুব ইচ্ছে ছিল বাংলায় লেখার। অনেক সফট্যার ঘাটা ঘাটি করে পেলাম এই উৎকৃসষ্ট অভ্র কিবোর্ড। এবার আমিও লিখব – বাংলা ভাষায়। মন খুলে, প্রাণ খুলে লিখব। আশা করি তোমরা পড়বে এবং উৎসাহ দেবে। ধন্যবাদ।

আমার কথা

আমার নাম তন্ময়।
আমি ভালবাসি লিখতে – কবিতা, গান, গল্প।
আর ভালবাসি নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্য করতে।
জীবনকে ভালবাসি, এবং হাসিমুখে অভিনন্দন জানাই জীবনের প্রতিটি মোড়কে।
সব কাজ ভিন্ন ভাবে করতে চাই – কিন্তু বিভিন্ন কাজ করেই দিন যাপন করি।
ব্লগ লেখা শুরু ক’বছর আগে, তবে বাংলা ব্লগ এই প্রথম। আমার ভালো লাগে ব্লগ লিখতে। এখানে আমি একা হলেও, আমি প্রাণ খুলে লিখতে পারি। মনের কথা গোপন রাখার কোনো দরকার হয় না। নিজেকে উজাড় করে লিখতে পারি। এটা ছাড়াও আমার আর কয়েকটা ব্লগ আছে, যাদের লিঙ্ক দেওয়া আছে এখানে।
আমার লেখা পড়ে, যদি তোমার ভালো লাগে, তো খুশি হবো। মন্তব্য করতে ভুলো না যেন!

এই যে। কই চল্লেন? এদিকে আসুন।

আমার দুটো কথাঃ

ভালবাসলে যখন তুমি আমাকে, তবে কেন বলো দূরে সরে থাক
আজকের এই জোছনা ভরা রাত, আর জীবনে ফিরে আসবে নাকো।

  © Blogger template 'Personal Blog' by Ourblogtemplates.com 2008

একদম ওপরে চলুন।