বুধবার, ২৪ নভেম্বর, ২০১০

বল, ভাল আছ তো?

কত ফুল ঝরে যায়, এলোমেল বাতাসে
তবুও তো গাছ যায় ফুল ফুটিয়ে
জীবনে আমার যদি প্রেম নাই বা আসে
প্রেম করে যাব আমি জীবন লুটিয়ে...


আজ অনেক দিন হলো এখানে আসা হয়নি না, কেউ মনে রাখেনি আমাকে, তাও বুঝতে পারছি ঠিক জীবন তবু চলে এসেছে; একে একে দিন, সপ্তাহ, মাস পেরিয়ে এসেছে কত কিছুই ঘটে গেছে গত কয়েক মাসে অনেক কিছু, যা বলা হয়নি কেউ শুনতেও চায়নি, যদিও নাহলে তো দেখতাম তোমার নাম আর তার সাথে ছোট্ট করে লেখা, "কিগো, কোথায় তুমি?" কিন্তু তা হয়নি - তুমিও এসে একবার দেখে যাওনি আমি আছি কিনা, আর আমিও কিছু লিখে তোমাকে জানাতে পারিনি, যে আমি এখনো আছি - সবার মাঝে, সবাইকে নিয়ে

এই বছরটা আমার জন্য ভালই কাটলো অনেক কিছুই বদল হলো অনেক কিছুই হারানো, পাওয়া আর হারিয়ে পাওয়া গেল এখন প্রায় বছরের শেষ ২০১০ আর মাত্র একটি মাসের জন্যই থাকবে, তারপর আবার আরেকটা বছর - আরেকটা স্বপ্ন - আরেকটা আশা হয়ত আরো ভালো কিছু হবে, হয়ত বা কিছুই হবে না নতুন বছরে, কিন্তু ভাবতে তো খতি নেই যে আমরা ভালো থেকে আরো ভালোর দিকে অগ্রসর হব? আমিও তাই ভাবি... আমার বাংলায় লেখা অনেক দিন পর, দেখতেই তো পাচ্ছ নতুন বছরে আশা করি আরো লিখতে পারব এই আশা নিয়ে আজকের মত রাখছি... ভাল থেক, সুস্থ থেক ভগবান তোমাদের মঙ্গল করুন

রবিবার, ৪ এপ্রিল, ২০১০

হতাশা!



এই তুমি,
নেই কেনো আর সেই তুমি
হারিয়ে গেছো সাঁঝের আলোয়
মনে তো নেই আজ ভালবাসা।

এই আমি,
আজও রয়ে গেছি সেই আমি,
ব্রিজের ধারে আজও বসে থাকি
দুচোখে তোমার ফেরার আশা।

হতাশা!
গ্রাস করেছে আজ আমারে
হতাশা!
নাচ করছে আমার চারি ধারে।

হতাশা!
আমার মন যেন জলাভূমি
হতাশা!
তারি মাঝে আলেয়া তুমি।

হতাশা!
কোন সে আকাশের নীলের টানে
হতাশা!
ভুলেছো আজ জীবনের মানে।

এই তুমি,
দাঁড়িয়ে আছো দিগন্তের পার
এই আমি,
রয়েছি আজো কেবলি তোমার।
তোমারই রয়েছে এ’ মন আমার
তোমারই জন্যে ভালবাসা।

বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১০

ধুসর বলাকা...




প্রথম ভালবাসা
কত স্বপ্ন মাখা,
প্রথম কাছে আসা
রঙে রঙে ঢাকা,
উড়ে যাচ্ছে
নিজ মনে –
প্রেমিকের গানে গানে
ধুসর বলাকা...

কাউকে কিছুই না বলে
হঠাৎ এমনি গেল চলে
একা একা
অজানাতে –
অমিল বেদনাতে
শুধু নিজেতেই মেতে থাকা
ধুসর বলাকা...

উদাসিন এক মেঘলা আকাশ
চৈত্রের জলজলে বাতাস
বাতায়নে
দেখি তায় –
অগোচরে নিরালায়
আসলে কি সবটাই ফাঁকা?
ধুসর বলাকা...

বাংলা ভাষা

বাংলা শুনলেই আমার জ্বর আসতো। এখোনো একটা ভয় রয়েই গেছে। তবুও এই বাংলা ভাষাই আমার প্রিয়। কত কবিতা, কত গান, কত গল্প লিখেছি আমি বাংলায়। সেই পুরাতন দিন, যখন পাতার পর পাতা চিঠি লিখতাম আমার প্রিয়তমাকে, কবিতা লিখে পাঠাতাম বাংলায়। এবার আবার সুযোগ পেয়েছি বাংলায় লেখার। এ সুযোগ আমি ছাড়ব না।

আমার বাড়ি

আমার বাড়ি আগরতলায়, ত্রিপুরার রাজধানী। ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তের ছোট্ট রাজ্য, ত্রিপুরা। জাতি উপজাতি মিলে মিশে থাকি আমরা। আমার বাড়ি ওখানে। ছোট্ট আমাদের শহর, আগরতলা। খুব সুন্দর জায়গা। আমার সবচাইতে প্রিয় শহর। তোমরা এসো - দেখে যেয়ো আমার বাড়ি।

ব্লগ সম্বন্ধীয়

এটা আমার প্রথম বাংলা ব্লগ। ব্লগ তো আমি অনেক লিখি, তবে বাংলায় এই প্রথম প্রচেস্টা। খুব ইচ্ছে ছিল বাংলায় লেখার। অনেক সফট্যার ঘাটা ঘাটি করে পেলাম এই উৎকৃসষ্ট অভ্র কিবোর্ড। এবার আমিও লিখব – বাংলা ভাষায়। মন খুলে, প্রাণ খুলে লিখব। আশা করি তোমরা পড়বে এবং উৎসাহ দেবে। ধন্যবাদ।

আমার কথা

আমার নাম তন্ময়।
আমি ভালবাসি লিখতে – কবিতা, গান, গল্প।
আর ভালবাসি নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্য করতে।
জীবনকে ভালবাসি, এবং হাসিমুখে অভিনন্দন জানাই জীবনের প্রতিটি মোড়কে।
সব কাজ ভিন্ন ভাবে করতে চাই – কিন্তু বিভিন্ন কাজ করেই দিন যাপন করি।
ব্লগ লেখা শুরু ক’বছর আগে, তবে বাংলা ব্লগ এই প্রথম। আমার ভালো লাগে ব্লগ লিখতে। এখানে আমি একা হলেও, আমি প্রাণ খুলে লিখতে পারি। মনের কথা গোপন রাখার কোনো দরকার হয় না। নিজেকে উজাড় করে লিখতে পারি। এটা ছাড়াও আমার আর কয়েকটা ব্লগ আছে, যাদের লিঙ্ক দেওয়া আছে এখানে।
আমার লেখা পড়ে, যদি তোমার ভালো লাগে, তো খুশি হবো। মন্তব্য করতে ভুলো না যেন!

এই যে। কই চল্লেন? এদিকে আসুন।

আমার দুটো কথাঃ

ভালবাসলে যখন তুমি আমাকে, তবে কেন বলো দূরে সরে থাক
আজকের এই জোছনা ভরা রাত, আর জীবনে ফিরে আসবে নাকো।

  © Blogger template 'Personal Blog' by Ourblogtemplates.com 2008

একদম ওপরে চলুন।