বুধবার, ২৩ ডিসেম্বর, ২০০৯

আজ বুকে শুধুই আগুন



আজ বুকে শুধুই আগুন
ভেতর জ্বলে দাউ দাউ করিয়া
যত তাপ সহ্য করিলাম আমি
ভুলে যাই তাহা কি করিয়া?

প্রেমের বাঁধনে বাঁধা মন
আকাশের কাছে যাচে
কি পাপ লুকাইয়া ছিল
মেঘের আনাচে কানাচে?

স্বপ্ন ভাঙে শেষ রাতে
চূর্ণ বিচূর্ণ হয় হিয়া
শ্রাবণ ঘনায় দুচোখে
রাত পার হয় জাগিয়া।

কি ভুল হইয়াছিল বল
কিবা তার এত বড় সাজা
ভীখারি হইয়াছি এবে
একদা ছিলাম রাজা।

আজ মন ভাবে একা বসি
কি পাইয়াছে সব হারাইয়া,
কাঁদে প্রান অহর্নীশি
কাঁদে বোকা কার লাগিয়া?

।। ছবি নেওয়া হয়েছে এখান থেকে ।।

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০০৯

আমি একলা ঘরে অতসী।

আমি একলা ঘরে
নীল বারমুডা পরে
কি হলো তার পরে – জানি না!

তুমি এসেছিলে
কিছু কি বলছিলে?
কিছু নিলে না দিলে – জানি না!

মাল খেয়ে আমি আউট,
তাই মনে এই ডাউট
যে এসেছিল, সে কি তুমি ছিলে?
নাকি আকাশপরি
কোনো অশরীরি
দেখতে পাইনি তাকে, দুচোখ মেলে।

ঘুম ভেঙ্গে আই সও,
তুমি বসে আছো
উদাসিন তাকিয়ে আকাশপানে,
দুচোখেতে স্বপন
নিজেতেই মগন
রুমটা ভরা তোমার গানে গানে।

আমি উঠে বসি
ডাকি, “হাই, অতসী।”
তুমি চমকে উঠে – পালালে!

মনে পরে গেল সেই
তুমি তো আর নেই
তবে কেন আমায় – জাগালে?

ছেড়ে গেলে তুমি যেই
আর কিছুই তো নেই
এই প্রাণটাই আছে যা বাকি,
তুমি যাবার পরে
আমি একলা ঘরে
এমনিতেই একাকি পরে থাকি।

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০০৯

তোর জন্যে



ভেবেছিলাম,
হৃদয়ের জানলা খুলে দেব তোর জন্যে
ভুবন গানে ভরিয়ে দেব তোর জন্যে

কিন্তু তুই এলি না
আমায় মন দিলি না
সাড়া দিলি না আমার ডাকে,
এ মনে শুধু তুই
আছিলিস নিশ্চই
তোরই ছবি তাই মনে থাকে।

ভেবেছিলাম,
আকাশের তারা এনে দেব তোর জন্যে
সাগরের বুক চীড়ে মুক্তো নেব তোর জন্যে

কিন্তু তুই এলি না
তুই কি তুই ছিলি না
ভালবাসলি না কেন আমাকে?
আমি সব দিয়েছি
শুধু এই চেয়েছি
তোরই ছবি যেন মনে থাকে।

ভেবেছিলাম,
অপূর্ব পৃথিবী গড়ে তুলবো তোর জন্যে
তোর চোখে তারা হয়ে জ্বলবো – তার জন্যে
তোর কথাই শুধু, ভেবেছিলাম!

বাংলা ভাষা

বাংলা শুনলেই আমার জ্বর আসতো। এখোনো একটা ভয় রয়েই গেছে। তবুও এই বাংলা ভাষাই আমার প্রিয়। কত কবিতা, কত গান, কত গল্প লিখেছি আমি বাংলায়। সেই পুরাতন দিন, যখন পাতার পর পাতা চিঠি লিখতাম আমার প্রিয়তমাকে, কবিতা লিখে পাঠাতাম বাংলায়। এবার আবার সুযোগ পেয়েছি বাংলায় লেখার। এ সুযোগ আমি ছাড়ব না।

আমার বাড়ি

আমার বাড়ি আগরতলায়, ত্রিপুরার রাজধানী। ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তের ছোট্ট রাজ্য, ত্রিপুরা। জাতি উপজাতি মিলে মিশে থাকি আমরা। আমার বাড়ি ওখানে। ছোট্ট আমাদের শহর, আগরতলা। খুব সুন্দর জায়গা। আমার সবচাইতে প্রিয় শহর। তোমরা এসো - দেখে যেয়ো আমার বাড়ি।

ব্লগ সম্বন্ধীয়

এটা আমার প্রথম বাংলা ব্লগ। ব্লগ তো আমি অনেক লিখি, তবে বাংলায় এই প্রথম প্রচেস্টা। খুব ইচ্ছে ছিল বাংলায় লেখার। অনেক সফট্যার ঘাটা ঘাটি করে পেলাম এই উৎকৃসষ্ট অভ্র কিবোর্ড। এবার আমিও লিখব – বাংলা ভাষায়। মন খুলে, প্রাণ খুলে লিখব। আশা করি তোমরা পড়বে এবং উৎসাহ দেবে। ধন্যবাদ।

আমার কথা

আমার নাম তন্ময়।
আমি ভালবাসি লিখতে – কবিতা, গান, গল্প।
আর ভালবাসি নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্য করতে।
জীবনকে ভালবাসি, এবং হাসিমুখে অভিনন্দন জানাই জীবনের প্রতিটি মোড়কে।
সব কাজ ভিন্ন ভাবে করতে চাই – কিন্তু বিভিন্ন কাজ করেই দিন যাপন করি।
ব্লগ লেখা শুরু ক’বছর আগে, তবে বাংলা ব্লগ এই প্রথম। আমার ভালো লাগে ব্লগ লিখতে। এখানে আমি একা হলেও, আমি প্রাণ খুলে লিখতে পারি। মনের কথা গোপন রাখার কোনো দরকার হয় না। নিজেকে উজাড় করে লিখতে পারি। এটা ছাড়াও আমার আর কয়েকটা ব্লগ আছে, যাদের লিঙ্ক দেওয়া আছে এখানে।
আমার লেখা পড়ে, যদি তোমার ভালো লাগে, তো খুশি হবো। মন্তব্য করতে ভুলো না যেন!

এই যে। কই চল্লেন? এদিকে আসুন।

আমার দুটো কথাঃ

ভালবাসলে যখন তুমি আমাকে, তবে কেন বলো দূরে সরে থাক
আজকের এই জোছনা ভরা রাত, আর জীবনে ফিরে আসবে নাকো।

  © Blogger template 'Personal Blog' by Ourblogtemplates.com 2008

একদম ওপরে চলুন।