শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

আবার সুনামি

চারিদিক ছারখার
আসছে বৃষ্টি আবার
সমুদ্রে তুফান
উথলে উঠছে ঢেউ...

আমি খুব বোকা
বসে আছি একা
অন্ধকার ঘরে
সাথে নেই কেউ ।।

ডুবে যাক, যাক ডুবে চরাচর
আমার কিছুই তো যায় আসেনি
ভেসে যাক, যাক ভেসে পৃথিবী
আমার তো গাড়ি বাড়ি ভাসেনি ।।

"ফিরে যাও বাড়ি"
হাঁকছে কান্ডারী
লাঠি হাথে হয়রান
খুঁজে চলেছে লাশ...

সমুদ্রের গ্রাসে
গেছে গ্রাম ভেসে
তবু যদি খুঁজে পায়
একটা জীবিত শ্বাস ।।

মর ডুবে, ডুবে মর কান্ডারী
বোকা তুই। এই রাত সবাই ভুলে যাবে
ধরে রাখ, রাখ ধরে দুহাতে নর নারী
আবার আসবে সুনামি; আবার নিয়ে যাবে ।।

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

Will you be my Valentine?

দিন শেষ, ঘুমিয়ে যাচ্ছি| একটা আশা হয়তো তুই ভালবাসবি - আমাকে, কাল ভোরে, এমনিতেই| কাল যখন সূর্য উঠবে, আমার হাথটা তোর বুকে নিয়ে বলবি, "I Love You?" নাকি বলবি না?

তোর চোখ দীঘি কালো জল 
তোর রূপ, তাতে শতদল,
তোর মন বাঁধা কারো বুকে 
কি করে সেটা পাই তুই বল।

শেষ দেখা সেই Class Nine,
বল আজ, Will you be my Valentine?

তোর কথা খেলার ফাঁকে ফাঁকে
তোর ছবি পড়ার বইয়ের তাকে,
আর Auto-য় পাশে বসা তোর
চুল উড়ে পরে আমার ঠোঁটে নাকে।

সেই সময়টা ছিল যেন divine,
এই এবার, Will you be my Valentine?

তোকে লিখিনি কখনো চিঠি 
তোকে দেইনি টিফিনে পাউরুটি,
তোকে না দেখে উদাস হতো মন 
যখন school হয়ে যেত ছুটি।

বলিনি, বলছিনা, "You are mine"
শুধু এই, Will you be my Valentine?

বাংলা ভাষা

বাংলা শুনলেই আমার জ্বর আসতো। এখোনো একটা ভয় রয়েই গেছে। তবুও এই বাংলা ভাষাই আমার প্রিয়। কত কবিতা, কত গান, কত গল্প লিখেছি আমি বাংলায়। সেই পুরাতন দিন, যখন পাতার পর পাতা চিঠি লিখতাম আমার প্রিয়তমাকে, কবিতা লিখে পাঠাতাম বাংলায়। এবার আবার সুযোগ পেয়েছি বাংলায় লেখার। এ সুযোগ আমি ছাড়ব না।

আমার বাড়ি

আমার বাড়ি আগরতলায়, ত্রিপুরার রাজধানী। ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তের ছোট্ট রাজ্য, ত্রিপুরা। জাতি উপজাতি মিলে মিশে থাকি আমরা। আমার বাড়ি ওখানে। ছোট্ট আমাদের শহর, আগরতলা। খুব সুন্দর জায়গা। আমার সবচাইতে প্রিয় শহর। তোমরা এসো - দেখে যেয়ো আমার বাড়ি।

ব্লগ সম্বন্ধীয়

এটা আমার প্রথম বাংলা ব্লগ। ব্লগ তো আমি অনেক লিখি, তবে বাংলায় এই প্রথম প্রচেস্টা। খুব ইচ্ছে ছিল বাংলায় লেখার। অনেক সফট্যার ঘাটা ঘাটি করে পেলাম এই উৎকৃসষ্ট অভ্র কিবোর্ড। এবার আমিও লিখব – বাংলা ভাষায়। মন খুলে, প্রাণ খুলে লিখব। আশা করি তোমরা পড়বে এবং উৎসাহ দেবে। ধন্যবাদ।

আমার কথা

আমার নাম তন্ময়।
আমি ভালবাসি লিখতে – কবিতা, গান, গল্প।
আর ভালবাসি নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্য করতে।
জীবনকে ভালবাসি, এবং হাসিমুখে অভিনন্দন জানাই জীবনের প্রতিটি মোড়কে।
সব কাজ ভিন্ন ভাবে করতে চাই – কিন্তু বিভিন্ন কাজ করেই দিন যাপন করি।
ব্লগ লেখা শুরু ক’বছর আগে, তবে বাংলা ব্লগ এই প্রথম। আমার ভালো লাগে ব্লগ লিখতে। এখানে আমি একা হলেও, আমি প্রাণ খুলে লিখতে পারি। মনের কথা গোপন রাখার কোনো দরকার হয় না। নিজেকে উজাড় করে লিখতে পারি। এটা ছাড়াও আমার আর কয়েকটা ব্লগ আছে, যাদের লিঙ্ক দেওয়া আছে এখানে।
আমার লেখা পড়ে, যদি তোমার ভালো লাগে, তো খুশি হবো। মন্তব্য করতে ভুলো না যেন!

এই যে। কই চল্লেন? এদিকে আসুন।

আমার দুটো কথাঃ

ভালবাসলে যখন তুমি আমাকে, তবে কেন বলো দূরে সরে থাক
আজকের এই জোছনা ভরা রাত, আর জীবনে ফিরে আসবে নাকো।

  © Blogger template 'Personal Blog' by Ourblogtemplates.com 2008

একদম ওপরে চলুন।