তুমি যেন ঠিক মেঘ

...=...=...=...=...=...=...=...=...=...=...=...=...=...
আকাশ জুড়ে আছে কতকি,
মেঘ থাকে ওই আকাশে,
আকাশের বুকেই তো স্বর্গ,
মেঘ তাই তাকেই ভালবাসে।
তুমি যেন ঠিক মেঘ -
আকাশটাকে রাখো আঁধার করে,
রাতের আকাশ ঘুমিয়ে কাটায় দিন
তোমার সাথে দেখা কেবল ভোরে।
সূর্যালোকে উজ্জ্বল এই ধরা
আলো ছড়ায় আকাশ চারিদিকে,
তুমি যেন ঠিক মেঘ –
হঠাৎ এসে আকাশকে দাও ঢেকে।
স্বাধীন আকাশ ঘোরে জগৎ জুড়ে
দেখে কত চেনা অচেনা,
চাঁদ তারা সব আসে – চলে যায়,
তাঁর বুকে শুধু মেঘের আনাগোনা।
তুমি যেন ঠিক মেঘ –
চল মলীন মুখে,
হাজার হলেও সাথে থাক,
আকাশের সুখে দুখে।
আকাশকে তো কেউ চেনে না
চেনে তাঁকে তোমার দিকে চেয়ে,
হাসো তুমি, তাঁর মুখের হাঁসি –
কাঁদলে তুমি, সবাই বলে সে।
তুমি যেন ঠিক মেঘ –
জানো, আকাশই তোমার ঠিকানা
খেল তুমি লুকোচুরি তাই,
আকাশ যেন কিছুই জানে না।
আকাশ জানে, তুমি কি
আকাশ জানে, কে তুমি তাঁর
তাই তোমার হাজার ভুল ভুলে
বুকে তুলে নেয় তবে আবার!
3 মন্তব্য:
The photo was surreal. Love is truly in the air. And the accompanying post was great, too.
আমার ব্লগ visit করার জন্যে এবং আমার কবিতা পড়ার জন্যে অনেক ধন্যবাদ... আবার এশো :)
Akaser buke megh....
একটি মন্তব্য পোস্ট করুন